বাগানের জন্য উপযুক্ত গাছ |শহরের জীবনে সবুজের ছোঁয়া
শহরে জীবন মানে কংক্রিটের জীবন,নগর জীবন,জীবন হয়ে ওঠে দম বন্ধ হওয়ার উপক্রম।একটু মানসিক প্রশান্তির জন্য আমরা ছুটে যাই নদ-নদী,বন জংগলে। মনে হয় যেন একটু প্রাকৃতিক কাছে চলে যায়।হারিয়ে যায় দূর দূরত্বে।নগর জীবনে একটু সবুজ প্রাকৃতির\ ছোঁয়া আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়্।বন জংগলে সেই সবুজের ছোঁয়া জায়গা করে নিতে পারে ছাদ বাগান। এটি শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না,অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই আমরা সাদবাগান তৈরির মাধ্যমে নিজেদের মনের মানসিক শান্তি ও কিছু অর্থনৈতিক উপকার পেতে পারি। ছাদ বাগান করার জন্য যে সব গাছ আমাদের মানসিক প্রশান্তি ও অর্থনৈতিক উপকার করতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে লেবু,পেয়ারা,আম,ড্রাগন ফ্রুট,কুল ইত্যাদি এবং বিভিন্ন শাকসবজি হিসেবে লাউ,করল্লা,শসা,বেগুন,মরিচ, ক্যাপসিকাম ও অ্যালোভেরা উল্লেখযোগ্য।ছাদে বাগান করার জন্য যেসব গাছবাছাই করতে ছোট্ট,মাঝারি ও দ্রুত ফলধরে এমন গাছ লাগানো।কলমের চারা ব্যবহার করলে দ্রুত ফলন পাওয়া সম্ভব।
পোষ্ট সূচিপত্রঃবাগানের জন্য উপযুক্ত গাছ শহরের জীবনে সবুজের ছোঁয়া
- বাগানের জন্য উপযুক্ত গাছ শহরের জীবনে সবুজের ছোঁয়া
- ছাদ বাগান কেন করবেন
- ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছের ধরন
- বিভিন্ন ধরনের ফলের গাছ
- বিভিন্ন ধরনের সবজির গাছ
- বিভিন্ন ধরনের ফুলের গাছ
- আমাদের জীবনের সাদ বাগানের প্রয়োজনীয়তা
- লেখক এর মন্তব্যঃবাগানের জন্য উপযুক্ত গাছ | শহরের জীবনের সবুজের ছায়া
ছাদ বাগানের উপযুক্ত গাছ শহরের জীবনের সবুজের ছোঁয়া
ব্যস্ত জীবনের মাঝে একটু মানসিক প্রশান্তির খোঁজে, আমরা দেশে বিদেশে টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি,প্রকৃতি একটু ছোঁয়া পেতে যেখানে নদ-নদী বন জঙ্গলের স্বাদ মেলে।আমাদের যান্ত্রিক জীবন মানে কংক্রিটের চাল দেওয়াল যেন দম বন্ধ হওয়ার উপক্রম। যেখানে বাতাসে ধুলা ধোয়া আর শব্দ দূষণ প্রতিনিয়ত ক্লান্ত করে তোলে।
যদি আমরা একটু ক্লান্তি দূর করার প্রয়াসে নিজেদের বাড়িতে সাদবাগান তৈরি করতে পারি, তাহলে শহরের মাঝেও একটু সবুজের ছোঁয়া। ছাদ বাগান শুধু সৌন্দর্য বাড়ায় না,মানসিক প্রশান্তি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে।গাছপালা আমাদের ঘরের চারপাশের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অক্সিজেন সরবরাহ বাড়ায় সাদবাগান তৈরির মাধ্যমে ক্লান্তিময় জীবনের এক টুকরো সবুজের ছোয়ায় ভরে যাবে হৃদয়।নিজের হাতে গড়া স্বপ্নের বাগান,নিজের মনের ক্লান্তি জুড়ায়।
সাদবাগান শুধু মানসিকও ব্যক্তিগত শখ নয়,এটি হতে পারে একটি শহরে জীবনে সামাজিক আন্দোলনও।যদি প্রতিটি ছাদে নানস ধরনের সবুজ গাছ লাগানো হয়,তবে পুরো শহরটি হয়ে উঠবে আরও শীতল,সবুজ আরো প্রাণবন্ত।ছাদ বাগান করতে হলে উপযুক্ত গাছ,উপযুক্ত পরিচর্যা করতে হবে তাহলে পরিবেশ হবে আরো শীতল,সবুজ ও প্রাণবন্ত।সব গাছ ছাদের পরিবেশের টিকে থাকতে পারে না তাই টবে লাগানো টমেটো,ঢেঁড়স, পুদিনা,তুলসি,জবা,রোজমেরি, অ্যালোভেরা এবং মানিপ্ল্যান্ট ইত্যাদি গাছ শহরে ছাদের জন্য খুবই উপযোগী।এদের যত্ন নেওয়া সহজ এবং দীর্ঘদিন ধরে ছাদে টিকে থাকে।
ছাদ বাগান কেন করবেন
ছাদ বাগান শুধু শখ নয়- এটি এখন একটি বিকল্প জীবনধারা।শহরে জীবন বিশেষ প্রয়োজন রয়েছে।বাজার জুড়ে রয়েছে বিষাক্ত শাক-সবজি ও ফলমূল,খাবারে নিরাপত্তা হিসেবে আপনি নিজেই তাজা ও বিষামুক্ত সবজি বা ফল ফলাতে পারেন।যা আপনার স্বাস্থ্যের জন্য নিরাপত্তা প্রদান করবে।গাছ বাতাসের ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে বিশুদ্ধ অক্সিজেন ছাড়ে যা বায়ূ দূষণ কমায়।গাছপালা ছাদে সূর্যের তাপ শোষণ কমায়,ফলে ঘর ঠান্ডা থাকে।তাপমাত্রা নিয়ন্ত্রণ করে,সবুজের দিকে তাকালে মন শান্ত হয়,স্ট্রেস কমে এবং চোখের বিশেষ উপকার করে।
ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছের ধরন
ছাদে এমন ধরনের গাছ লাগানো প্রয়োজন অপেক্ষাকৃত ছোট ও মাঝারি আকৃতির দ্রুত বর্ধন শীল ও লাভজনক গাছ নির্বাচন করা উচিত।কলমের চারার চেয়ে বীজের চারা লাগালে দ্রুত ফল পাওয়া।
ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ সমূহঃ
বিভিন্ন ধরনের ফলের গাছ
সঠিক জাতের সঠিক ফল গাছ লাগালে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তেমনি প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি সম্ভব।লেবু গাছঃলেবু গাছ লাগানো উপযুক্ত ফল গাছ যা সারা বছর ফল দেয় পাশাপাশি সুগন্ধ ছাড়ায়।
পেয়ারা গাছঃপেয়ারা অত্যান্ত সুমিষ্টিয় ফল টবে লাগালে দ্রুত বৃদ্ধি পায়।
ড্রাগন ফলঃএইফল এখন খুব জনপ্রিয় একটি ফল কম জায়গায় কম যত্নে অনেক ফল ফলানো সম্ভব।
ডালিম গাছঃছাদ বাগানের শোভা বর্ধনের জন্য ও পুষ্টিকর ফল হিসেবে বিশেষ বিবেচ্যো।
আম্রপালিঃ আম আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় ফল।আমরুপালি গাছ ছাদ বাগানের জন্য উপযুক্ত একটি ফলজ গাছ।
পেঁপে গাছঃ ছাদ বাগানে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এক অত্যন্ত পুষ্টিকর ফলও অর্গানিক।
ছাদ বাগানে তৈরিকৃত ফলসমূহ একেবারে অর্গানিক ফল। এ ফলের প্রচুর চাহিদা রয়েছে।এছাড়া আরো অনেক ফলজ গাছ আছে যা অনেক উপকারী ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে পারে বাগান অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করতে পারে।যেমনঃকর্মচা,আতা,আমড়া,মালটা,কমলা,জাম,সফেদা, আমলকি,লটকন,কদবেল ইত্যাদি সাদে লাগানো যেতে পারে।
যেহেতু ছাদে পর্যাপ্ত পরিমানে রোদ পাওয়া যায় সেহেতু যথেষ্ট পরিমাণে গাছের পরিচর্যা প্রয়োজন।নিয়মিত গাছে সকাল-বিকেলে পানি দিতে হবে।গাছের গোড়ায় ময়লা ও পানি যেন না জমে।বিভিন্ন রকমের উপকারী সার প্রদান করতে হবে,মাসে একবার হলেও।
বিভিন্ন ধরনের সবজির গাছ
সবজিঃলাউ গাছ একটি জরুরী উপকারী সবজি গাছ যা নিয়মিত খেলে মানুষের মস্তিষ্কের উপকার হয়।শরীর ঠান্ডা রাখে।ছাদে সবজি গাছ হিসেবে একটি জনপ্রিয় গাছ।প্রত্যেক ছাদে এই গাছটি লাগানোর জরুরী প্রয়োজন।করল্লা অত্যন্ত পুষ্টিকর সবজি,যা ডাইবেটিস রোগীদের জন্য মহা ঔষধ।
নিয়মিত খাদ্য তালিকায় করল্লা রাখলে বিভিন্ন রকমের অসুখ থেকে দূরে থাকা যেতে পারে।শসা গাছে আছে মজা,নিয়মিত সালাদ খেলে শারীরিক ওজন কমানোর ঔষধ মেলে।এছাড়া আরে অনেক সবজি গাছ লাগানো যেতে পারে যেমনঃসিম,ঢেঁড়স,বেগুন,পটল,ব্রোকলি, ক্যাপসিকাম পেঁয়াজ,রসুন,আদা ইত্যাদি বাগানে লাগানো যেতে পারে।
আরো পড়ুনঃকৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা
বিভিন্ন ধরনের ফুলের গাছ
ফুলের গাছঃছাদের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন ধরনের রকমের মৌসুমীর ফুল গাছ লাগানো যেতে পারে।বাগানে সুন্দর,রঙ্গিন ও সুবাস করে তোলে।মনে আনে অনাবিল এক প্রশান্তি।গোলাপ,সূর্যমুখী,দোলনচাঁপা,জবা,গাদা, টগর,রজনীগন্ধা,অর্কিড বেলি এ সমস্ত ফুল গাছ সহজে পাওয়া যায় এবংছাদের সৌন্দর্য বৃদ্ধি করে। পূর্ণিমা রাতে ফুলে সুবাসে মনটাকে ফুলীন করে তোলে।ফুল গাছের যত্নঃ এসব ফুল গাছে যত্ন নেওয়া সম্ভব -
- প্রতিদিন সকালে বিকেলে পানি দিন।
- পোকা পাতায় দেখা গেলে কীটনাশক বিষ স্প্রে করুন।
- পঁচা পাতা নিয়মিত পরিষ্কার করুন।
১. প্রথমত ছাদ পরিষ্কার করুন ছাদের কোথাও ফাটল বা পানি জমে না থাকে।প্রয়োজনে ওয়াটারপ্রুফিং করুন।
২. গাছ লাগানোর জন্য টব,ড্রম বা কাঠের বাক্স,চটের ব্যাগও বস্তা ব্যবহার করতে পারেন।প্রয়োজনে ইট অথবা ঢালাই করে ইচ্ছামত টব করলে দীর্ঘদিন টেকসই হয়।
৩. এরপর প্রয়োজন হবে মাটি গোবর সার জৈব কম্পোস্ট ও ঝুরো বালি। এগুলোকে সুন্দর করে মিশিয়ে টবে দিতে হবে।টবের নিচে ছিদ্র রাখুন যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে।
৪.ফুলের গাছ এ ধরনের অনুযায়ী জায়গা নির্বাচনে করে সে ধরন অনুযায়ী জায়গা নির্বাচন করুন।কিছু শাক- সবজি ছায়ায় ভালো থাকে।আর ফলের গাছের জন্য রোদ ভালো।
৫.সপ্তাহে একবার জৈব সার ব্যবহার করুন, নিয়মিত পানি দিন।
৬. রাসায়নিক না ব্যবহার করে,নিম পাতার রস বা সাবান পানি স্পে করতে পারেন।
আমাদের জীবনের সাদ বাগানের প্রয়োজনীয়তা
আমরা যদি আমাদের প্রত্যেকের নিজের ছাদে ফলমুল সবজি ও ফুলের গাছ লাগায় তাহলে আমাদের নিজেদের জন্য টাটকা ফরমালিন মুক্ত ফলমূল ও নতুন নতুন সবজি পেয়ে থাকবো। এছাড়া আমাদের বায়ু হবে বিশুদ্ধ। সাদে বাগানের জন্য বাড়ি অনেকটা শীতল থাকে।সবকিছুই আমাদের স্বাস্থ্যের জন্য চুড়ান্ত উপকার।যা আমাদের জীবনকে বদলে দিবে।
জীবন হবে উৎফুল্লময়।বাগান কেবল সৌন্দর্যের প্রতীক নয় এটি মানসিক ও শারীরিক সুস্থতার উৎস।ফুলের গন্ধে ভরা এক বাগানে হাঁটি বা গাছের ছায়ায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেই,তখন মনটা হালকা হয়ে যায়।আমাদের চোখকে আরাম দেয় ও মস্তিষ্ক প্রশান্তি অনুভূতি জাগায়।যারা নিয়মিত গাছের যত্ন নেন তারা জানেন প্রতিটি গাছে বেড়ে ওঠে এক ধরনের আনন্দ ও তৃপ্তি এনে দেয়। এটি মানসিক চাপ কমাতে ও মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে।
লেখক এর মন্তব্যঃবাগানের জন্য উপযুক্ত গাছ | শহরের জীবনের সবুজের ছায়া
বাগানের জন্য উপযুক্ত গাছ ও শহরে জীবনের সবুজের ছায়ায় প্রতিটি মানুষ যদি তার বাড়ির ছাদে কিছু গাছ লাগায় তাহলে পুরো শহরে বদলে যাবে। নতুন জীবন বিপ্লব লাল নীল সবুজের মেলা, কংক্রিট ওদূষণমুক্ত পরিবেশর মধ্য থেকেও মানুষের প্রাকৃতিক এর কাছে ফিরে আসা।শহরে দূষিত পরিবেশের বাগানে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল বাতাস পরিশুদ্ধ করা।
গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপন্ন করে যা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত জরুরী।প্লান্ট রাখলে তার শুধু সাজসজ্জা বাড়াই না বরং বাতাস কে বিশুদ্ধ করেও রাখে এতে শ্বাসের সাহায্যে ও ক্লান্তি অনেক অংশ কমে যায়।আপনার ছাদেই হতে পারে আপনার ক্ষুদ্র বনভূমি,জীবনে সবুজের ছোঁয়া।মনের মাঝে অনাবিল সুখ শান্তুি।চলুন আমরা গড়ে তুলি নিজেদের ছাদ বাগান।
শুধু তাই নয় বাগান আমাদের খাদ্য নিরাপত্তা ও ভূমিকা রাখতে পারে ঘরের তৈরি সাদ বাগান বারান্দায় কিছু সবজি গাছ যেমন টমেটো মুড়ে ধনেপাতা বাপ পুদিনা গাছ লাগানো যায় অন্যদিকে পরিবারের পরিশ্রম ও শ্রমের মূল্য শেখানো সম্ভব হয়। হতে পারে প্রাকৃতিক সাথে পরিচিতির এক শুধু সুন্দর সুযোগ।
সবশেষে বলা যায় শহরে কলহলময় জীবনে একটি ছোট্ট বাগান হতে পারে আমাদের প্রাণের সঙ্গে এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনে না বরং আমাদের জীবনের স্বাদ ও ভারসাম্য বজায় রাখে তাই সবাইকে উচিত নিজের সমর্থ্য নিজের কিছু গাছ লাগানো এবং যত্ন নেওয়া কারণ গাছ শুধু আমাদের ঘর নয় আমাদের জীবন। আগামীর সুস্বাস্থ্যের জন্য সংগ্রাম।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url